01712345678
example@gmail.com
Track Your Order
Become an affiliate
সার্টিফিকেটের নাম মোহাম্মদ হাবিবুর রহমান হলেও সুবাস নামেই বন্ধুদের কাছে বেশি পরিচিত। লেখকের শৈশব কেটেছে সবুজ শোভিত গাজীপুরের শিমুলতলীতে। ছোটবেলা থেকেই গল্প, উপন্যাসের প্রতি তার তীব্র আগ্রহ যা আজো সমভাবে বিদ্যমান। তবে কাগজ কলম নিয়ে বসা হবে তিনি ভাবেননি কখনো। করোনার মরণ ছোবল থেকে বাঁচতে এর কার্যকরী ঔষধ এবং ভ্যাকসিন নিয়ে যখন বিশ্বব্যাপী মানুষের মধ্যে চলছে উৎকণ্ঠা, তখন একজন ফার্মাসিস্ট হিসেবে সাধারণ মানুষকে এ বিষয়ে অবগত করানোর সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের বেশ কিছু জাতীয় পত্রিকায় কলাম লেখার মধ্য দিয়েই লেখকের লেখালেখির যাত্রা শুরু। বিশ্লেষণধর্মী এই লেখার পাশাপাশি কিছু কাছের মানুষের উৎসাহে অনলাইন প্লাটফর্মগুলোতে গল্প লেখা। অনলাইন পাঠকের ব্যাপক উৎসাহে ছোট-বড় মিলিয়ে ৬০ টার মতো গল্প ইতিমধ্যে লেখা হয়েছে। এই পাঠকদের অফুরন্ত ভালোবাসায় এবং অনুপ্রেরণায় ছাপার অক্ষরে প্রকাশিত "যাদুকর চিত্রকর" বইটি লেখকের প্রকাশিত প্রথম বই। উল্লেখ্য লেখক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করে এখন জীবনরক্ষকারী ঔষধ নিয়েই কাজ করছেন।
Showing 1 to 1 of 1 books
Showing 1 to 1 of 1 books