01712345678
example@gmail.com
Track Your Order
Become an affiliate
জন্ম ১৯৪৫ সালে। পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। ছিলেন তুখোড় ছাত্রনেতাও; অংশ নিয়েছেন সমকালীন সকল গণতান্ত্রিক আন্দোলনে। কর্মজীবনে ছিলেন পূর্বপাকিস্তানের প্রথম সারির দৈনিক পূর্বদেশ-এর স্টাফ রিপোর্টার। সত্তরের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় তাঁর কলমের তুলিতে সর্বতোভাবে চিত্রায়িত হয়ে এসেছে দেশবাসীর সামনে। সাহসী ও সংবেদনশীল সাংবাদিকতা তাঁকে এনে দিয়েছে দেশজোড়া খ্যাতি। উপজাত বস্তু হিসেবে এনেছে পেশাগত ঈর্ষাও। মিথ্যা ও অমূলক অভিযোগ মাথায় নিয়ে ছাড়তে হয়েছে প্রিয় মাতৃভূমি। সম্প্রতি ব্রিটিশ সুপ্রিম কোর্ট প্রকাশিত এক রায়ে সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়েছে তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের অসারতা এবং বাংলাদেশের বিতর্কিত আইসিটি থেকে জারিকৃত মৃত্যুদণ্ডের ভিত্তিহীনতা। পাঁচ দশকের প্রবাসজীবনও অক্লান্ত কর্মমুখর। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য সামাজিক, ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠান-সংগঠনের গোড়াপত্তন ও বিকাশ তাঁর হাত ধরে। অবদান রেখেছেন কূটনৈতিক অঙ্গনেও। অধুনা অবসরজীবনে নিয়মিত লিখছেন একাধিক জার্নালে। সহধর্মিণী ফরিদা ইয়াসমিন মুঈন, দুই পুত্র ও দুই কন্যাসহ বসবাস করছেন লন্ডনে।
Showing 1 to 20 of 0 books
No books matching your criteria were found. Try adjusting your filters or browse other authors.