01712345678
example@gmail.com
Track Your Order
Become an affiliate
জন্ম ১৯৮২ সালের ২৫ জুন, ঢাকায়। চার ভাইবােনের মধ্যে ২য়। ১৯৯৯ সালে যাত্রাবাড়ির এ, কে উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করেছেন, উচ্চ মাধ্যমিক পড়েছেন পিলখানার বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুল রউফ কলেজে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। পড়ালেখা অর্থনীতিতে হলেও ২০০০ সাল হতে আইটি চর্চায় নিজেকে ব্যাপৃত রেখেছেন। ২০০৬ সাল হতে প্রফেশনালভাবে কাজ করছেন। মূলত হার্ডওয়্যার, নেটওয়ার্কিং, গ্রাফিক ডিজাইন, অ্যানিমেশন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং বিষয়ে তার রয়েছে। যথেষ্ট দক্ষতা। প্রফেশনালভাবেও এসব বিষয়ে দেশি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করে যাচ্ছেন। নিজে কাজ করার পাশাপাশি নতুন দক্ষ জনগােষ্ঠী তৈরির পিছনে ২০১২ সাল হতে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন ট্রেনিং সেন্টারে ট্রেনিং দেওয়ার সাথে যুক্ত থাকার পাশাপাশি বিভিন্ন ফ্রিল্যান্সিং বিষয়ক ব্লগিং, ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল, পত্রপত্রিকায় ফ্রিল্যান্সিং বিষয়ক বিভিন্ন ফিচার লিখে যাচ্ছেন। বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ তৈরির বিভিন্ন উদ্যোগের সাথে সরাসরি যুক্ত রয়েছেন। বর্তমানে বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন পরিচালিত লার্নিং এন্ড আর্নিং প্রজেক্টের চট্টগ্রাম ও সিলেট ডিভিশনের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
Showing 1 to 1 of 1 books
Showing 1 to 1 of 1 books