01712345678
example@gmail.com
Track Your Order
Become an affiliate
বয়স অনুযায়ী কী করি জিজ্ঞেস করলে আমি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। আবার পেশা জিজ্ঞেস করলে বলতে হয় আমি একজন শিক্ষক। প্যাশন কি জিজ্ঞেস করলে উত্তর হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এ মূহুর্তে আমি কে এই প্রশ্নের উত্তর হচ্ছে, আমি এই বইয়ের অনুবাদক! আপনাদের মতো আমিও ভাবছি একা একজন মানুষ এতোগুলো কাজ আসলে করছি কী করে! আমার কাছে এর জবাব হচ্ছে, মানুষ বাঁচে তার কর্মে। আমি শুধু কর্মটা করে যাচ্ছি, পরিচয় না হয় ধীরে ধীরে তৈরি হয়ে যাবে। আমি আব্দুল্লাহ আল মামুন। ঢাকার সাভারে থাকি। পড়াশোনা করছি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজী বিভাগে। এখানে ইংলিশ ক্লাবের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছি। ডিজিটাল মার্কেটিং এবং স্কিল ডেভেলপমেন্ট আমার প্যাশন। বর্তমানে 'Storyteller Voice for your Brand' নামক মার্কেটিং এবং এড এজেন্সির ক্রিয়েটিভ হেড হিসেবে দায়িত্ব পালন করছি। এছাড়াও রয়েছি RisersNext Learning & Development এ চীফ কো-অর্ডিনেটর হিসেবে। কন্টেন্ট ক্রিয়েশনেও ঝোঁক থাকায় বেশ কয়েকটি বুক রিভিও এবং সফট স্কিল ডেভেলপমেন্টের উপর ভিডিও বানিয়েছি এবং ডিজিটাল মার্কেটিং এর উপর রেগুলার কন্টেন্ট লিখে যাচ্ছি বিভিন্ন গ্রুপে। কোচিং এ এইচএসসি'র শিক্ষার্থীদের পড়ানোর সুবাদে এখন অনলাইন প্লাটফর্মকেই শিক্ষকতার জন্য বেছে নিয়েছি। ই-মেইল: mamunofficial04@gmail.com
Showing 1 to 1 of 1 books
Showing 1 to 1 of 1 books