01712345678
example@gmail.com
Track Your Order
Become an affiliate

টিনটিনভক্তদের কাছে এই বেলজিয়ান কার্টুনিস্টের নামটি অত্যন্ত আপন বলে মনে হবে। টিনটিনসহ আরো অনেক কালজয়ী কমিকস চরিত্রের স্রষ্টা অ্যার্জে; তাঁর প্রকৃত নাম জর্জ রেমি। তবে ছদ্মনামেই তিনি অধিক পরিচিত। তিনি জন্ম নিয়েছিলেন ১৯০৭ সালের ২২ মে। বিংশ শতাব্দীর ইউরোপীয় কমিকসের জগতে সবচেয়ে জনপ্রিয় নাম তাঁরই। জীবনে একবারও হার্জ এর বই পড়েনি, তখনকার সময়ে এমন শিশু-কিশোর ইউরোপে খুঁজে পাওয়া ভার ছিল। তবে অ্যার্জে এর কমিকস কোনো সময় বা স্থানের গণ্ডিতে বাঁধা পড়ে নেই, অভিযাত্রিক হয়ে ছড়িয়ে পড়েছে যুগ থেকে যুগান্তরে, দেশ থেকে দেশান্তরে। তেপান্তরের মাঠে সোনালী আভায় এখনও জ্বলজ্বল করে অ্যার্জে এর সৃষ্টি। টিনটিন ছাড়াও যে দুটো ধারাবাহিক কমিকের জন্য অ্যার্জে স্মরণীয় হয়ে আছেন, সেগুলো হলো ‘কুইক এবং ফ্লুপকে’ এবং ‘দ্য অ্যাডভেঞ্চারস অফ জো, জেট অ্যান্ড জোকো’। নিম্ন-মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া জর্জ রেমির কলমে জন্ম নেয় দুঃসাহসী টিনটিন চরিত্রটি। টিনটিন নিয়ে লেখা অ্যার্জে এর বই সমূহ থেকে একসময় নির্মাণ করা হয় বহু নাটক-সিনেমাও। টিনটিন অনুবাদ করা হয়েছে পঞ্চাশোর্ধ্ব ভাষায়। টিনটিন এর বাংলা বই আজও তাই জড়িয়ে আছে অনেক বাংলাভাষীর স্কুলপালানো সময় কিংবা টিফিনের জমানো টাকার স্মৃতিতে। ১৯২১ সালে টিনটিনের পথচলা শুরু হয় ‘সোভিয়েত দেশে টিনটিন’ দিয়ে, এবং অ্যার্জের মৃত্যুর আগপর্যন্ত, অর্থাৎ ১৯৮৩ সাল পর্যন্ত তার অভিযাত্রা অব্যাহত থাকে। অনেক পাঠকই টিনটিনের সাথে বড় হয়েছেন বলা যায়। ১৯৮৩ সালের ৩রা মার্চ পৃথিবীর মায়া ত্যাগ করে টিনটিনের মতোই কোনো এক নাম না জানা অভিযানে বেরিয়ে পড়েন অ্যার্জে।
Showing 1 to 20 of 0 books
No books matching your criteria were found. Try adjusting your filters or browse other authors.