জমির উদ্দিন মিলন
1 Books

জমির উদ্দিন মিলন

নিসর্গ প্রেমের গহনচারী কবি হচ্ছেন জমির উদ্দিন মিলন। ঐশ্বর্য প্রাচুর্যপূর্ণ পুরো প্রকৃতির জগতই কাব্য উপাদান হয়েছে তাঁর কবিতায়। প্রকৃতি আলোর আাঁধার ও সুরের ঝর্ণাধারার মিশ্রণে তাঁর প্রত্যেকটি কবিতার ভেতর নানাভাবে প্রকৃতি উঠে এসেছে। কখনো শৈশবের ভাবালুতা নিয়ে, কখনো যৌবনের উত্তাল মাদকতা নিয়ে, কখনো পোক্ত বুদ্ধির দার্শনিক বিশ্লেষণ নিয়ে প্রকৃতির বুকে তিনি আবিস্কার করেছেন জগদীশ্বরের উপস্থিতি। প্রকৃতি একই সাথে তাঁর মাঝে আশা, আনন্দ, ভয় আর বিস্ময়ের উদ্রেক ঘটিয়েছে। এই প্রকৃতির প্রকৃত কবি জমির উদ্দিন মিলন ১ জানুয়ারি ১৯৮৪ সালে জন্মগ্রহণ করেন লক্ষীপুর জেলার রামগতি থানার চর মেহার গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। পিতার নাম মোশারফ হোসেন, মাতা আংকাজ হোসেন। স্নাতকোত্তর ফলিত রসায়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়। তাঁর বুকের মধ্যে অফুরন্ত গল্পের বসতি, সেসব গল্প বলতে চান তিনি কবিতা, গল্প ও উপন্যাসের মাধ্যমে। ঘরের কার্নিশে নিজের হাতে বানিয়ে দেওয়া পাখির বাসায় চড়ুই দম্পতির বাচ্চাগুলো টিও-টিও করে উঠলে খুশিতে দিশেহারা হয়ে যায় যে মানুষটি, শখের গোলাপ বাগানে ফোঁটা পাঁচ রঙের গোলাপে রঙিন হয়ে ওঠে তাঁর চোখের মণি। এতসব ছোট আনন্দের উপলক্ষ ছুঁয়ে থাকা মানুষটি আবার কখনো হারিয়ে যায় একান্ত নিজের জগতে। তখন সে থাকে তাঁর লেখার টেবিলে। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১২ টি। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিমর্ষ বিলাপ’ এর মাধ্যমে চলচ্চিত্রের যাত্রা শুরু এবং প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনার জন্য পেয়েছেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল আ্যাওয়ার্ড।

Jomir Uddin Milon এর বই সমূহ

Showing 1 to 1 of 1 books

View: