01712345678
example@gmail.com
Track Your Order
Become an affiliate
গতানুগতিক ধারার বাইরে কাজ করা আত্মপ্রত্যয়ী একজন মানুষ—মিরাজ রহমান। মিডিয়ায় সক্রিয়ভাবে যখন কাজ শুরু করেছেন, তখন তিনি মাদানিনগর মাদরাসার শিক্ষার্থী। কন্ট্রিবিউটর হিসেবে প্রথম কাজ শুরু করেন দৈনিক যুগান্তরে। কওমি শিক্ষাধারায় লেখাপড়া করার পাশাপাশি সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা থেকে দাখিল ও আলিম, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে অনার্স এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে তিনি এমফিল গবেষণায় নিরত আছেন। সহ-সম্পাদক হিসেবে প্রথম যোগদান করেন দৈনিক ডেসটিনি পত্রিকায়। সেখান থেকে দৈনিক কালের কণ্ঠে। দেশে-বিদেশে অনলাইন গণমাধ্যমের জয়যাত্রা শুরু হলে ইন্টারনেট জগৎকে ইসলাম প্রচারের জন্য সম্ভাবনাময় ক্ষেত্র বিবেচনা করে অনলাইনে মনোযোগী হন মিরাজ। দেশের প্রথম পূর্ণাঙ্গ ইসলামবিষয়ক অনলাইন পোর্টাল প্রিয়.কমের ‘প্রিয় ইসলাম’-এর সৃষ্টি ও পথচলার সূচনা তারই হাতে।এরপর কাজ করেছেন দৈনিক বাংলাদেশের খবরের ফিচার ইনচার্জ হিসেবেও। টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনা ও আলোচনার সঙ্গেও যুক্ত হয়েছেন তিনি। এসো কলম মেরামত করি, ছোটদের নবি-রাসুল সিরিজ, তাবলিগ জামাতের পৃষ্ঠপোষক-মুরুব্বি ছিলেন যাঁরা, আশিক মিন ফিলিস্তিন, হালাল ব্যবসা ও হালাল অর্থনীতির কথকতা, দ্য কিংস অব দ্য কিংডম অব সৌদি আরাবিয়া, প্রোডাক্টিভ মুসলিম ও মুসলিম সভ্যতার ১০০১ আবিষ্কার তার রচিত ও অনূদিত সাড়া জাগানো গ্রন্থ। তার পিতার নাম মো. মোসলেম আলী। মাতার নাম পারুল বেগম। বরিশাল তার জন্ম শহল হলেও পড়াশুনা এবং বেড়ে ওঠা ইট-পাথরের শহরে ঢাকায়। আট ভাইয়ের সংসারে মিরাজ সর্বকনিষ্ট। তার স্ত্রীর নাম তাহমিনা আক্তার মুন্নি এবং মেয়ের নাম আমাতুর রহমান দোআ। বর্তমানে কাজ করছেন নিজের স্বপ্নের প্রতিষ্ঠান অনলাইন ইসলামিক টিভি ইসলাম প্রতিদিন এবং প্রকাশনা সংস্থা সুলতানসের চেয়ারম্যান হিসেবে।
Showing 1 to 1 of 1 books
Showing 1 to 1 of 1 books