01712345678
example@gmail.com
Track Your Order
Become an affiliate
মাহমুদ বিন নূর— তরুণ আলেম, লেখক ও গবেষক। বর্তমান সময়ের সম্ভাবনাময় একজন সৃষ্টিশীল লেখক। মননশীল ও সৃজনশীল প্রতিভাধর এই লেখক জন্মগ্রহণ করেন ১৯৯৭ সালের ১৪-ই নভেম্বর। জন্ম ও বেড়ে ওঠা হবিগঞ্জ জেলায়। পড়ালেখার সুবাদে দীর্ঘদিন ছিলেন দেশের রাজধানী, ঢাকায়। তিনি পড়াশোনা শেষ করেন কওমি মাদ্রাসা থেকে। ঢাকা'র বড়ো বড়ো ওলামায়ে কেরামের সান্নিধ্যে ছিলেন বহুদিন। ছাত্রজীবন থেকেই ছিলেন উস্তাদদের প্রাণপ্রিয় ছাত্র। প্রসিদ্ধ শায়েখ-মাশায়েখদের কাছ থেকে নিয়েছেন 'হাদিসে নববীর' ইজাজাহ। লেখালেখির হাতেখড়ি সেই ছাত্রা জামানা থেকেই। সেই থেকে শুরু, অদ্যবধি চলছে আলহামদুলিল্লাহ। ওনার রচিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহ— "নফসের বিরুদ্ধে লড়াই, শয়তানের বিরুদ্ধে লড়াই, অলসতার বিরুদ্ধে লড়াই, আমার শত্রু আমি, স্বপ্ন ও স্বপ্নের ব্যাখ্যা, জীবনের আয়না ও প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি।" তন্মধ্যে, নফসের বিরুদ্ধে লড়াই, শয়তানের বিরুদ্ধে ও আমার শত্রু আমি— এই তিনটি বই বেস্ট সেলার তালিকায় জায়গা করে নিয়েছে, আলহামদুলিল্লাহ। এছাড়া, ওনার সম্পাদনার হাত ধরে প্রকাশিত হয়েছে আরও বেশ কয়টি বই ।
Showing 1 to 1 of 1 books
Showing 1 to 1 of 1 books